বাংলাদেশ সমবায় ব্যবস্থাপনা পদ্ধতি
BANGLADESH COOPERATIVE MANAGEMENT SYSTEM

সমবায় লগইন ফরম







  • CreateViews

  • RDCD CASE LOGIN

    Case Menual








    সমবায়ের যাদুর পরশ

    ‘‘আমার দেশের প্রতিটি মানুষ খাদ্য পাবে, আশ্রয় পাবে, উন্নত জীবনের অধিকারী হবে, এই হচ্ছে আমার স্বপ্ন। এই পরিপ্রেক্ষিতে গণমুখী সমবায় আন্দোলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।.... ভাইয়েরা আমার-আসুন সমবায়ের যাদুস্পর্শে সুপ্ত গ্রাম বাংলাকে জাগিয়ে তুলি। নব-সৃষ্টির উন্মাদনায় আর জীবনের জয়গানে তাকে মুখরিত করি।’’--বঙ্গবন্ধু

    সমবায় সমিতিভিত্তিক কার্যক্রম হলো সমবায় সমিতি তার সকল সদস্যকে উন্নয়ন পরিকল্পনায় অনর্তর্ভুক্ত করবে। সকল সদস্যের কর্মসংস্থান সমিতিতে হয় এমন কারবার করবে। কোন সদস্যকে যেন কর্মের জন্য বা জীবিকার জন্য অন্য কোথায় যেতে না হয়। নিজ সমিতিই হবে সদস্যদের নিজ নিজ কর্মস্থল, কর্মসংস্থান। এক্ষেত্রে প্রথমে সকল সদস্য সমন্বয়ে সভা হবে, কর্মশালা হবে। সদস্যগণকে পেশাভিত্তিক দলে গঠন হবে। প্রত্যেক পেশাভিত্তিক দল তাদের পেশার উপর সমিতির জন্য উপযুক্ত, সময়োপযোগী ও স্থানীয়ভাবে প্রযোজ্য কর্মোদ্যেগ/ব্যবসায় উদ্যোগ গ্রহণের সুপারিশ করবে। যেমন মহিলা সদস্যদের জন্য সেলাই কাজ বা গার্মেন্টস কাজ, ব্লক-বাটিক-বুটিক কাজ, নক্সিকাথার কাজ, পুরুষের জন্য স্থানীয়ভাবে প্রযোজ্য ও উপযুক্ত যেমন বাঁশ বেতের কাজ। সমিতি দলভিত্তিক বিভিন্ন পেশার উপর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবে। সমিতির মালিকানায় কারবার হবে, সদস্যগণ নিজ নিজ কর্মের মজুরি পাবে, সমিতির লভ্যাংশের ভাগ পাবে।

    কারবার পরিচালনা, পণ্য উৎপাদন, পণ্য বিক্রি সবই করবে সমিতি।

    সমবায় সদস্যভিত্তিক কার্যক্রম হলো সমবায় সমিতি তার সকল সদস্যকে উন্নয়ন পরিকল্পনায় অনর্তর্ভুক্ত করবে। সকল সদস্যের স্ব-কর্মসংস্থান হয় এমন ব্যবস্থা করবে। কোন সদস্যকে যেন কর্মের জন্য বা জীবিকার জন্য অন্য কোথায় যেতে না হয়। নিজ বাড়ীই হবে সদস্যদের নিজ নিজ কর্মস্থল, কর্মসংস্থান। এক্ষেত্রে প্রথমে সকল সদস্য সমন্বয়ে সভা হবে, কর্মশালা হবে। সদস্যগণকে পেশাভিত্তিক দলে গঠন হবে। প্রত্যেক পেশাভিত্তিক দল তাদের পেশার জন্য উপযুক্ত সময়োপযোগী ও স্থানীয়ভাবে প্রযোজ্য কারবার, কর্মোদ্যেগ/ব্যবসায় উদ্যোগ গ্রহণ প্রস্তাব করবে। যেমন মহিলা সদস্যদের জন্য সেলাই কাজ বা গার্মেন্টস কাজ, ব্লক-বাটিক-বুটিক কাজ, নক্সিকাথার কাজ, পুরুষের জন্য স্থানীয়ভাবে প্রযোজ্য ও উপযুক্ত যেমন বাঁশ বেতের কাজ। সমিতি দলভিত্তিক বিভিন্ন পেশার উপর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করবে। সদস্যের মালিকানায় কারবার হবে, সদস্যগণ নিজেই উদ্যোক্তা হবে।

    কারবার পরিচালনা, পণ্য উৎপাদন করবে সদস্য, প্রশিক্ষণ প্রদান, ঋণ সহায়তা প্রদান, কাঁচামাল সরবরাহ ও পণ্য বিক্রির সহযোগিতা করবে সমিতি।